Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাংলাদেশে রক্তদান প্রক্রিয়ার সেবা চালু ফেসবুকের
বিস্তারিত

বাংলাদেশে রক্তদান প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। কাল মঙ্গলবার ফেসবুকের নতুন এই সেবা চালু হবে। এতে ফেসবুকে রক্তদাতা হিসেবে যে কোনো ফেসবুক ব্যবহারকারী সাইন আপ করতে পারবেন। আর যার রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছে।

আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্য বিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু প্রথম আলোকে এ কথা বলেন।

এ সময় ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হেমা বুদারাজু বলেন, রক্তদান প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইন আপ করেছে।

হেমা বুদারাজু বলেন, বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এ সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
22/01/2018
আর্কাইভ তারিখ
23/01/2018