Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক পরিচিতি

 

 

বাংলাদেশের সর্বদক্ষিনের জেলাকক্সবাজার। তারই অদুরে সাগর আর পাহাড়ের অদুরে মহেশখালী দ্বীপউপজেলা। নানাবর্ণে, নানা বৈচিত্রতায় ভরপুর এইজনপদ। ‘যদি সুন্দর একখান মুখপাইতাম; মইশখাইল্যা পানরখিলি বানাই খাওয়াইতাম’ স্বভাব-সরল এগান অন্যান্য অঞ্চলের মানুষকে দিয়েছে মহেশখালীর পরিচয় এবং অধিবাসীদের করেছে মহিয়ান। এখানকার ভাষা সংস্কৃতি, প্রকৃতিক সৌন্দর্য বিভিন্ন জাতির শান্তিপূর্ণ মহাবস্থান, উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি, আদিনাথমন্দির, রাখাইন বৌদ্ধমন্দির, দৃষ্টিনন্দন ‘জেটি’ দ্বয়দেশি-বিদেশী পর্যটকগণ প্রামোদিতকরে। কক্সবাজার জেলা থেকে ১৫মিনিট এর মধ্যে স্পীডবোড এর মাধ্যমে সাগরের বুকে দোলানী খেতে খেতে মহেশখালী আসা যায় বলে, প্রতিটি দিন পর্যটক ছোঁয়ায় দ্বীপটি হয়ে ওঠে বর্ণীল ও স্বপনীল। উপজেলাটি ২১˙২৮‌˝ উত্তরহতে ২১˙৪৬˝ উত্তরঅক্ষাংশের মধ্যে এবং ৯০˙৫১‌˝ পূর্বহতে ৯০˙৫৬‌˝ দ্রাঘিমার মধ্যে অবস্থিত। উত্তরপূর্বে চকরিয়া উপজেলা, দক্ষিণপূর্বে কক্সবাজারসদর, দক্ষিণপশ্চিমে বিপুলজলরাশীর বঙ্গোপসাগর, উত্তরপশ্চিমে কুতুবদিয়া উপজেলা অবস্থিত।