Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

সচরাচর সারা দেশে প্রচলিত বিভিন্ন খেলাধূলা যেমন-ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, ব্যাডমিন্টন, গোল্লাছুট, ইত্যাদি বিভিন্ন খেলাধূলা মহেশখালীতে প্রচলিত ও সুপারিশ। তাছাড়াও মহেশখালীতে একটি ব্যতিক্রমধর্মী খেলা প্রসিদ্ধ। তার নাম হলো বলি খেলা। এই খেলাটি এখানকার ঐতিহ্য। বছরের একটি নির্দিষ্ট দিনে ঢাক-ঢোল পিটিয়ে দুই জন মোটা স্বাস্থ্যের খেলোয়ার পরস্পরের মোকাবেলা করে থাকে। এলাকার লোকজন প্রাণভরে সেই ঐতিহ্যবাদী খেলাটি উপভোগ করে থাকে।
বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ নানা রঙ্গে-ঢঙ্গে বৈচিত্র্যময় সাজে, পোস্টার, ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন গান, নাচ, খেলাধূলা, কৌতুক অভিনয় ইত্যাদি পাশাপাশি ভোরবেলায় পান্তা ইলিশ এর মধ্য দিয়ে দিনভর পালিত হয়ে থাকে।