বাঁকখালী নদী মহেশখালীর উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্ত দিয়ে শুরু হয়ে উত্তর পশ্চিম দিক প্রবাহিত হয়ে বঙ্গোপ সাগরের কুতুবদিয়া চ্যানেলে মিশেছে। ‘উজান টিয়া’ নামক স্থানে একই সময়ে জোয়ার ও ভাটা লেগে থাকায় অনেকের কাছে এক বিস্ময়ের ব্যাপার বলে মনে হয়। এই নদীর ‘বাটা’ মাছ খুবই স্বাদের। তাছাড়া লইট্যা, চিংড়ী, কোরাল, পাঙ্গাশ, খোরল, ইলিশ উল্লেখযোগ্য। কক্সবাজার থেকে গোরকঘাটা, ছোট মহেশখালী, শাপলাপুর, মাতারবাড়ী এ নদীপথের যাতায়াতের একমাত্র পথও বটে। প্রতিনিয়ত এ পথে কক্সবাজার থেকে কুতুবদিয়া, কুতুবদিয়া থেকে কক্সবাজার করে বড় বড় যাত্রীবাহি ও পণ্যবাহী নৌকা। একই সময় এ পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্টীমার দিয়ে যাতায়াত করা হতো। বর্তমানে নদী ভরাট হওয়ায় যাতায়াত বন্ধ আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস