Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মহেশখালী গোরকঘাটা জেটি
বিস্তারিত

গোরকঘাটা জেটি

 

পাহাড়-সমুদ্রের মিশেলে গড়া দ্বীপ ‘মহেশখালী’র দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম গোরকঘাটা জেটি। কক্সবাজার হতে মহেশখালীর প্রবেশমুখে দু’পাশে প্রকৃতির অপরূপ সাজে সৃজিত ম্যানগ্রোভ প্যারাবন দেখে অনায়াসে প্রাগৈতিহাসিক অভিজ্ঞতা উঁিক মারে মনের গহিনে।
মহেশখালীর মূল প্রবেশদ্বার গোরকঘাটা জেটিটি ১৯৮৯ সালে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত হয়। ১৮২ টি পিলারের উপর নির্মিত ৬৯৫ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার প্রস্থের এই সুদৃশ্য জেটি দেশের দ্বিতীয় দীর্ঘতম জেটি হিসেবে স্বীকৃত। মূলত এই জেটিটি নির্মানের পর হতে জেলা শহর কক্সবাজারের সাথে যোগাযোগ অনেক সহজতর হয়। তৎকালীন রাষ্ট্রপতি গোরকঘাটা জেটি উদ্বোধন করেন। জেটি দিয়ে স্থানীয় ও দেশি-বিদেশি পর্যটকগণ মহেশখালী তথা মহেশখালীর বিভিন্ন দর্শনীয় স্থান দেখতে আসে। তাছাড়া দু’পাশের প্রাকৃতিক অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে পায়ে হেঁটে মূল শহরে প্রবেশ করা যায়।