Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লিডারশীপ ইউনিভার্সিটি কলেজ
স্থান
মহেশালী পৌরসভার চরপাড়া, মহেশখালী, কক্সবাজার।
কিভাবে যাওয়া যায়
সড়ক পথে- ঢাকা ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানা রাস্তার মাথা হয়ে বদরখালী ব্রীজ পার হয়ে কালারমা ছড়া অথবা শাপলাপুর রাস্তা দিয়ে সরাসরি মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা পরিষদ । কক্সবাজার সদর হতে কস্তুরা ঘাট / ৬নং ঘাটা / উত্তর নুনিয়া ছড়া সরকারী জেটী ঘাট হতে স্প্রীট বোট বা কাটের বোটে করে মহেশখালী জেটিঘাটা/আদিনাথ জেটিঘাট সেখান থেকে রিক্স/ মটর গাড়ী যোগে উক্ত দর্শনীয় স্থান সমূহে যাওয়া যায়। জলপথে ঢাকা-চট্রগ্রাম-খুলনা-নারায়নগঞ্জ- চাদপুর-কক্সবাজার হতে জলপথে নৌকা,ইঞ্জিন বোট ও ট্রলারের মাধ্যমে মহেশখালী জেটিঘাট/আদিনাথ জেটিঘাট সেখান থেকে রিক্সা/ মটর গাড়ী যোগে উক্ত দর্শনীয় স্থান সমূহে যাওয়া যায়। বিঃদ্রঃ-রেল পথে মহেশখালী উপজেলা পরিষদ এর সাথে কোন যোগাযোগ নাই।
বিস্তারিত

মহেশখালীর অবহেলিত জনগনের মাঝে শিক্ষার আলো ছড়াতে মহেশালী পৌরসভার চরপাড়া নামক স্থানে প্রতিষ্ঠিত হয় লিডারশীপ ইউনিভার্সিটি কলেজ। কলেজটির একাডেমিক ভবন  দেখলেই চোখ জুড়িয়ে যায়। মনেহয়, বাইরের কোন দেশের বিশ্ববিদ্যালয়। কলেজটি অষ্ট্রেলিয়ার কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষাতথ্য বিনিময়ের জন্য চুক্তিবদ্ধ বলে জানা যায়।