মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগতম। মাঠ প্রশাসন সরকারের মূল স্তম্ভ। তৃণমূল পর্যায়ে জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। জন প্রশাসনকে আরো জনকল্যাণমুখী, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক করতে ই-গভর্নেন্স এর গুরুত্ব অপরিসীম। এ লক্ষ্যে বর্তমান সরকার উপজেলা পর্যায়ে ওয়েবপোর্টাল নামে জনসেবার নতুন দ্বার উম্মুক্ত করেছে। এ ওয়েব পোর্টালে উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি, নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের কার্যক্রম সর্ম্পকে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একদিকে যেমন তথ্য পেতে সুবিধা হবে অন্যদিকে প্রশাসনের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি পাবে।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সময়োচিত ও অর্থবহ তথ্য প্রদানের লক্ষ্যে এ ওয়েবসাইটটি নিয়মিত হালনাগাদ করা হবে। যে কোন ধরণের পরামর্শ, মন্তব্য এবং তথ্য সংশোধনী এ ওয়েব সাইটটি আরো সমৃদ্ধ করবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS