বাংলাদেশের সর্বদক্ষিনের জেলাকক্সবাজার। তারই অদুরে সাগর আর পাহাড়ের অদুরে মহেশখালী দ্বীপউপজেলা। নানাবর্ণে, নানা বৈচিত্রতায় ভরপুর এইজনপদ। ‘যদি সুন্দর একখান মুখপাইতাম; মইশখাইল্যা পানরখিলি বানাই খাওয়াইতাম’ স্বভাব-সরল এগান অন্যান্য অঞ্চলের মানুষকে দিয়েছে মহেশখালীর পরিচয় এবং অধিবাসীদের করেছে মহিয়ান। এখানকার ভাষা সংস্কৃতি, প্রকৃতিক সৌন্দর্য বিভিন্ন জাতির শান্তিপূর্ণ মহাবস্থান, উৎপাদিত বিভিন্ন দ্রব্যাদি, আদিনাথমন্দির, রাখাইন বৌদ্ধমন্দির, দৃষ্টিনন্দন ‘জেটি’ দ্বয়দেশি-বিদেশী পর্যটকগণ প্রামোদিতকরে। কক্সবাজার জেলা থেকে ১৫মিনিট এর মধ্যে স্পীডবোড এর মাধ্যমে সাগরের বুকে দোলানী খেতে খেতে মহেশখালী আসা যায় বলে, প্রতিটি দিন পর্যটক ছোঁয়ায় দ্বীপটি হয়ে ওঠে বর্ণীল ও স্বপনীল। উপজেলাটি ২১˙২৮˝ উত্তরহতে ২১˙৪৬˝ উত্তরঅক্ষাংশের মধ্যে এবং ৯০˙৫১˝ পূর্বহতে ৯০˙৫৬˝ দ্রাঘিমার মধ্যে অবস্থিত। উত্তরপূর্বে চকরিয়া উপজেলা, দক্ষিণপূর্বে কক্সবাজারসদর, দক্ষিণপশ্চিমে বিপুলজলরাশীর বঙ্গোপসাগর, উত্তরপশ্চিমে কুতুবদিয়া উপজেলা অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS