সচরাচর সারা দেশে প্রচলিত বিভিন্ন খেলাধূলা যেমন-ফুটবল, ক্রিকেট, হা-ডু-ডু, ব্যাডমিন্টন, গোল্লাছুট, ইত্যাদি বিভিন্ন খেলাধূলা মহেশখালীতে প্রচলিত ও সুপারিশ। তাছাড়াও মহেশখালীতে একটি ব্যতিক্রমধর্মী খেলা প্রসিদ্ধ। তার নাম হলো বলি খেলা। এই খেলাটি এখানকার ঐতিহ্য। বছরের একটি নির্দিষ্ট দিনে ঢাক-ঢোল পিটিয়ে দুই জন মোটা স্বাস্থ্যের খেলোয়ার পরস্পরের মোকাবেলা করে থাকে। এলাকার লোকজন প্রাণভরে সেই ঐতিহ্যবাদী খেলাটি উপভোগ করে থাকে।
বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ নানা রঙ্গে-ঢঙ্গে বৈচিত্র্যময় সাজে, পোস্টার, ব্যানার, ফেষ্টুন এবং বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে যেমন গান, নাচ, খেলাধূলা, কৌতুক অভিনয় ইত্যাদি পাশাপাশি ভোরবেলায় পান্তা ইলিশ এর মধ্য দিয়ে দিনভর পালিত হয়ে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS